
গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিয়াজুল স্থানীয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে বাবা-মায়ের সঙ্গে গাজীপুরের হাটখোলা এলাকায় থাকত। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে রিয়াজুল পিরুজালী হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে। একপর্যায়ে সে স্রোতে ডুবে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন এবং রাত ৯টার দিকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রিয়াজুলের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর