
কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় আজ শুক্রবার ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেলে চালকসহ পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনাটি ঘটে বেলা পৌনে ১২টার দিকে, ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া টেক এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।
আহতরা হলেন রামু চাকমারকুল এলাকার সাইফুল ইসলাম (২৪), একই ইউনিয়নের শ্রীমুরা এলাকার আরাফাত (২২), জামালপুর সদরের রমজান (৪৫), কক্সবাজার সদরের হাসিনা বেগম (৩৪) এবং রামু উপজেলার মিছবাহ উদ্দীন (২৫)।
স্থানীয়রা জানান, সিএনজিটি কক্সবাজার শহর থেকে রামু যাচ্ছিল। খরুলিয়ার টেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি সড়কের পাশের ডোবায় উল্টে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রমজান ও মিছবাহর অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য ইসমত আরা জানান, ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
স্থানীয়রা ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর