
শাহবাগ ব্লকেড কর্মসূচি পালনকালে পুলিশের হামলা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারে ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে ‘ছাত্র সমাবেশ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তী সময়ে বিক্ষোভ চলাকালীন পুলিশের হামলার অভিযোগ এনে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়ে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আন্দোলনকারীদের একজন মো. শাহ আলম স্নেহ বলেন, আজকে শাহবাগে পুলিশ আমাদের ওপর হামলা করেছে। তারা সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি। সেই কমিটির
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর