
কুমিল্লায় এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার বাতিসা (কালিকাপুর) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফটিকছড়ির বুজপুর গ্রামের বাসিন্দা বাবুল (৩২) ও ওসমান মিয়া (৪০)। আহত বশির মিয়াকে (৩০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সৌদি প্রবাসী রুবেলের মরদেহ নিয়ে একটি এ্যাম্বুলেন্স ফটিকছড়ি যাচ্ছিল। পথে এ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ চাকার একটি লড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল ও ওসমান মিয়া মারা যান এবং বশির মিয়া গুরুতর আহত হন।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন জানান, লাশবাহী গাড়িটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ও আহত সবাই ফটিকছড়ি উপজেলার বুজপুর গ্রামের বাসিন্দা।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর