
‘জুলাই বিপ্লব’ স্মরণে জেলা পর্যায়ে তরুণদের জন্য আয়োজিত প্রতিযোগিতা ‘আমার চোখে জুলাই বিপ্লব’-এ অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ চলছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীরা ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
এই প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে দেশের তরুণ সমাজকে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব এবং প্রভাব নিয়ে ভাবতে উৎসাহ দেওয়া। অংশগ্রহণকারীদের মধ্যে সেরা প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে এবং নির্বাচিত কাজগুলো জাতীয় পর্যায়ে প্রদর্শন ও প্রচার করা হবে।
প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন পদ্ধতি জেলা পরিষদ অফিসের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট জেলা কার্যালয় থেকে জানা যাবে।
সর্বশেষ খবর