
গাজায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসানে মধ্যস্থতাকারী দেশ কাতারে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
বিবৃতিতে জানানো হয়, হামাস যুদ্ধবিরতি সংক্রান্ত যে প্রস্তাবগুলোতে পরিবর্তন এনেছে, তা ইসরায়েলের জন্য ‘গ্রহণযোগ্য নয়’। তবে আলোচনার পথ খোলা রাখতে এবং সমাধানের সম্ভাবনা যাচাই করতে ইসরায়েল তাদের আলোচক দল কাতারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
হামাসের তরফ থেকে জানানো হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত একটি ৬০ দিনের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে ‘ধনাত্মক মনোভাব’ প্রকাশ করেছে। একই প্রস্তাব নিয়ে ইসরায়েলও নীতিগতভাবে একমত হয়েছে, তবে এখনও বেশ কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সীমা, রাফা সীমান্তে মানবিক ত্রাণ সরবরাহের গ্যারান্টি এবং ত্রাণ বিতরণে কারা দায়িত্বে থাকবে—এই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব রয়ে গেছে।
এদিকে, শনিবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্লেষকরা বলছেন, যদি আলোচনায় অগ্রগতি হয়, তবে এটি ৭ অক্টোবরের পর প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি করতে পারে।
চূড়ান্ত কোনো চুক্তির আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলেও জানানো হয়েছে। এই বৈঠকে যুদ্ধবিরতি আলোচনার ভবিষ্যৎ ও আঞ্চলিক কূটনীতির দিকনির্দেশনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর