
কক্সবাজারের উখিয়ায় এক হৃদয়বিদারক ঘটনায় আমান উল্লাহ (৩২) নামের এক ব্যক্তি তার তিন বছর বয়সী কন্যা কানিজ ফাতেমাকে নৃশংসভাবে হত্যা করেছে। শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী কোনারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত পিতা আমান উল্লাহকে আটক করা হয়েছে।
নিহত শিশুর মা জোসনা আক্তার জানান, ঘটনার সময় তিনি পাশের বাড়িতে কাজ করছিলেন। তার অন্য সন্তানরা ছুটে গিয়ে জানায়, তাদের বাবা লোহার রড হাতে অস্বাভাবিক আচরণ করছে। বাড়িতে এসে তিনি কানিজ ও একটি ছাগলকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
তিনি অভিযোগ করেন, তার স্বামী আমান উল্লাহ একজন মাদকাসক্ত এবং আগের একটি খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি স্বামীর আচরণে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক দুর্জয় সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক আমান উল্লাহর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর