
সরাইলে নিখোঁজের একদিন পর ময়না (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ায় একটি মসজিদের দোতলা থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ময়না ওই এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, গতকাল শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে এসে দোতলায় ময়নার মরদেহ দেখতে পায়।
ওসি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর