
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে রবিবার (৬ জুলাই) দুপুরে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে মো. সেলিম (৪০) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। কদলপুরের ঈশান ভট্টের হাট এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম সদ্য মৃত এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ঈশান ভট্টেরহাট বাজারে তিনি মোটরসাইকেল থামিয়ে একটি ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় পাঁচ-ছয়জনের একটি দল অটোরিকশায় করে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। বোরকা পরিহিত অস্ত্রধারী দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ সেলিম ফার্মেসির সামনে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, সেলিমকে কাছ থেকে মাথায় ও মুখে গুলি করে হত্যা করা হয়েছে।
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান জানান, নিহতের মুখে শর্টগানের দুটি গুলি লাগে। এর মধ্যে একটি গুলি মুখমণ্ডলে আঘাত করে মারাত্মক ক্ষতি করে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত সেলিম কয়েক বছর ধরে মুরগির খামারসহ বিভিন্ন পশু লালন-পালনের জন্য খামার বাড়ি গড়ে তুলেছিলেন। পাশাপাশি বালুর ব্যবসাও করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর