
হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চল থেকে একটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) সকালে সুতালড়ি ইউনিয়নের বালিয়াঘোপা গ্রাম সংলগ্ন পদ্মায় জেলের চায়না দোয়াড়ি জালে সাপটি আটকা পড়ে। সুতালড়ি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. মিজানুর মৃধা বিষয়টি নিশ্চিত করেন।
পরে সুতালড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সোহেল বিশ্বাস সাপটিকে চরাঞ্চল থেকে আন্ধারমানিক পদ্মাপাড় ট্রলারঘাটে নিয়ে যান। খবর পেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ডিপ ইকোলজি ও স্নেক কনসারভেসন ফাউন্ডেশনের সভাপতি সৈয়দা অনন্যা ফারিয়া সাপটি উদ্ধার করতে আসেন। তিনি জানান, বন বিভাগের সাথে কথা বলে সাপটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিম মিয়া জানান, রাসেল ভাইপারের বিষ হেমোটক্সিন হওয়ায় এটি কামড় দিলে মানুষের মাংস পচে যায়। কয়েক বছর আগে সাপটি শুধু রাজশাহী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে পদ্মা নদীর তীরবর্তী জেলা ও চরগুলোতেও এর বিস্তার দেখা যাচ্ছে। এই সাপের কবল থেকে বাঁচতে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
ডা. শামিম মিয়া আরও জানান, অন্যান্য সাপ ডিম পাড়লেও রাসেল ভাইপার সরাসরি বাচ্চা দেয়। স্ত্রী সাপ গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। কোনো কোনো ক্ষেত্রে ৭৫টি পর্যন্ত বাচ্চা দেওয়ারও রেকর্ড আছে। সাপের কামড়ে বিশ্বে যত মানুষ মারা যায়, তার একটি বড় অংশ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যায়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর