
গাজীপুর সদর উপজেলার মনিপুর শ্যামলী মোড় এলাকায় আজ রবিবার সকালে একটি লেপ-তোষক তৈরির তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হলে তারা এবং আশপাশের দোকানদাররা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক আব্দুল মজিদ জানান, তিনি ২০০৬ সাল থেকে মনিপুর এলাকায় লেপ-তোষকের কারখানা চালাচ্ছেন। আগুনে তার গোডাউনের সমস্ত তুলা ও তৈরির সরঞ্জাম পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে, বিস্তারিত তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর