
সুদীপ নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তার বন্ধুরা। সোমবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সুদীপকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলেন, সুদীপের মা ছোটবেলায় মারা যান এবং তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের সঙ্গে সুদীপ বড় হলেও পরিবারে শিলন নামের তার এক পালিত ভাই রয়েছে। বক্তারা আরও বলেন, সুদীপ আত্মহত্যা করতে পারে না, কারণ তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিল এবং ময়নাতদন্ত ছাড়াই শেষকৃত্য সম্পন্ন করতে তৎপর ছিল। এমনকি শেষকৃত্য অনুষ্ঠানে পরিবারের কাউকে শ্মশান ঘাটে পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়।
সুদীপের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়ার পর থেকে সৎ ভাই শিলন পলাতক রয়েছে উল্লেখ করে বক্তারা সন্দেহ প্রকাশ করেন, শিলন কেন পালিয়েছে। তারা সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন অফিসে স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর