
কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকা থেকে ভারতে মানব পাচারের অভিযোগে তিনজন বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় জড়িত আরও দুই জন পালিয়ে গেছে।
বিজিবি জানায়, গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ খারেরা বিওপির টহল দল সীমান্ত পিলার ২০৭১/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলবাড়ী নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত বাংলাদেশি নাগরিকরা হলেন নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকার উসমান মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৬), নেত্রকোনা জেলার পূর্বধলা বলিয়াকান্দা এলাকার রহম আলীর ছেলে সাইদুর হক (২৪) এবং নেত্রকোনা জেলার রানি খং উপজেলার বিজয়পুর এলাকার হজরত আলী (২৮)।
এ সময় আটক হওয়া মানবপাচারকারীরা হলেন বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. বিল্লাল (৪৫) এবং পাহাড়পুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে হাবিবুর রহমান (৩০)। পলাতক পাচারকারীরা হলেন বেলবাড়ি গ্রামের আবু তাহেরের ছেলে মো. নাজমুল হোসেন (৩২) এবং বেলবাড়ি এলাকার তারু মিয়ার ছেলে মো. আব্দুল আলিম (৪২)।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বুড়িচং থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। তিনি আরও জানান, মানব পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর