
ফরিদপুর জেলার নগরকান্দা পৌর বাজারে অগ্নিকাণ্ডে দুটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে প্রদীপ স্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনের সূত্রপাত হওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।
দোকানের স্বত্বাধিকারী বগু ভৌমিক অসুস্থ হয়ে ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে তার পরিবার।
নগরকান্দা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আকতার হোসেন জানান, রাত ১২টা ১৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, দোকানে ডিজেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর