
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্যস্ততম একটি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। উপজেলা সদর বাজার থেকে পুড়াপাড়া বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা রাস্তা খানাখন্দে ভরে যাওয়ায় যান চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে থাকায় দুর্ভোগ আরও বাড়ে। পুড়াপাড়াসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে জেলা ও উপজেলা শহরে যাতায়াত করেন। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন বেহাল।
স্থানীয়রা জানান, বৃষ্টি হলে সড়কের গর্তগুলোতে পানি জমে যায়, হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। যানবাহন থেকে ছিটকে আসা পানিতে পথচারীদের জামাকাপড় ভিজে যায়। আবার শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চারপাশ অন্ধকার হয়ে থাকে।
স্থানীয় ব্যবসায়ী বোরহান আনিস বলেন, সড়কের বেহাল দশার কারণে ঠিকমতো যানবাহন চলতে পারছে না। বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
ইজিবাইক চালক মো. তৈয়াবুর রহমান বলেন, সড়কের অবস্থা খুবই খারাপ। প্রায়ই গাড়ি উল্টে যায় বা গর্তে পড়ে বিকল হয়ে যায়।
নগরকান্দা সরকারি কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান জানান, সড়কের পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করে। সম্প্রতি গাড়ির চাকা থেকে পাথর ছিটকে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা প্রকৌশলী মো. আব্দুল খালেক জানান, সড়কটি সংস্কারের বিষয়ে তারা অবগত আছেন। প্রাথমিকভাবে পৌরসভার পক্ষ থেকে বড় গর্তগুলো ভরাট করা হয়েছে। জিওবি মেইনটেনেন্স প্রজেক্টের আওতায় বরাদ্দ আনার প্রক্রিয়া চলছে। মাটি পরীক্ষার কাজ চলছে বলেও জানান তিনি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর