
মেহেরপুরের গাংনীতে পাট চাষের প্রশিক্ষণ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রশিক্ষণে প্রকৃত পাট চাষিদের পরিবর্তে অনেক অকৃষক অংশ নেওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার গাংনী উপজেলা পরিষদে পাট চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ১০০০ টাকা ভাতা, দুপুরের খাবার, পাটের ব্যাগ ও এক কেজি পাটবীজ পেয়েছেন। তবে প্রশিক্ষণ বঞ্চিত কৃষকদের অভিযোগ, এর ফলে প্রকৃত পাট চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং চাষিরা আগ্রহ হারাচ্ছেন।
বামন্দী গ্রামের পাটচাষি সাজেদুর রহমান জানান, তিনি প্রতি বছর পাট চাষ করলেও কখনও প্রশিক্ষণ পাননি। কাজিপুর গ্রামের মিকাইল হোসেনের মতে, প্রকৃত কৃষকরা প্রশিক্ষণ না পেলে পাটের চাষ কমতেই থাকবে। একই কথা জানান মুহাম্মদপুর গ্রামের সোহেল রানা।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.কা.ম হারুন অর রশীদ জানান, উপজেলা থেকে প্রশিক্ষণার্থীদের তালিকা আসে, তাই তাদের কিছু করার থাকে না।
গাংনী উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এরশাদ আলী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখে ভবিষ্যতে প্রকৃত কৃষকরা যাতে প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর