
টানা দুদিনের বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বুড়িচংয়ের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, গোমতী নদীর পানি বিপদসীমার থেকে আড়াই মিটার নিচে রয়েছে। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান জানিয়েছেন, নদীর পানি দ্রুত বাড়ছে এবং সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সরেজমিনে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর তীরবর্তী কিছু চরাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। স্থানীয়রা জানান, ২০২৪ সালের বন্যায় বুড়বুড়িয়া বাঁধ ভেঙে বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার বহু ঘরবাড়ি ডুবে যায়। পানি আরও বাড়লে এলাকার বহু পরিবারকে আশ্রয়কেন্দ্রে যেতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
ইউএনও তানভীর হোসেন বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই, তবে সতর্কতা অবলম্বন জরুরি। গোমতীর চরে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মাইকিং করা হচ্ছে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দুর্যোগ মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ভাঙনপ্রবণ ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর