
কুমিল্লার বুড়িচং উপজেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সঙ্গে বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ইউএনও তানভীর হোসেন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। প্রশাসন একা কিছু করতে পারে না, তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।”
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন দুলাল, হাসিবুল ইসলাম সবুজ, মো. তাজুল ইসলাম ও আশিক ইরান।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর