
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনকে (ইসি) সহায়তার প্রস্তাব দিয়েছে কানাডাভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’।
বুধবার (৯ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সংস্থাটির প্রতিনিধিরা এই প্রস্তাব দেন।
সাক্ষাৎ শেষে ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট সাংবাদিকদের জানান, পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সংস্থাটি প্রধান উপদেষ্টার (প্রফেসর ইউনুস) আগ্রহের সাথে একমত। তারা সিইসির কাছে প্রবাসী ভোটারদের নিবন্ধন নিয়ে সহায়তার বিষয়ে আলোচনা করেছেন।
সংস্থাটির পক্ষে আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম বলেন, নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। প্রবাসীরা যেন ভোটাধিকার থেকে বাদ না পড়েন, সেই বিষয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগ থেকেই তিনি তাদের সঙ্গে এসেছেন। প্রবাসীদের কাছে ইসির বার্তা পৌঁছাতে এবং তথ্য ঘাটতি দূর করে সচেতনতা বাড়াতে তারা একটি মাধ্যম হিসেবে কাজ করতে চান।
বৈঠকে প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল তৈরি, সহজ ভাষায় তথ্য সরবরাহ, রেজিস্ট্রেশন সহায়তা এবং দূতাবাসসমূহে তথ্য কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর