
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্বভার গ্রহণের পর চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। এ সময় তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে এই টাকা উদ্ধার করা হয়।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহফুজ এবং অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এটি সদ্য অপসারিত জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিশ্রাম কক্ষ ছিল। কক্ষের তালা খুলে ফাইল ক্যাবিনেটের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে টাকা উদ্ধার করে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, "পরিষদে এত নগদ টাকা থাকার কোনো কারণ নেই। কীভাবে এই টাকা এই কক্ষে এল, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। উদ্ধার করা টাকা প্রশাসনের হেফাজতে রয়েছে।"
উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের পর শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্ত করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর