
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটিতে বিএনপি ও আওয়ামীপন্থী শিক্ষকদের অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করে তারা এই প্রতিবাদ জানান।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নবগঠিত কমিটিতে ‘সাদা দল’ খ্যাত বিএনপিপন্থী শিক্ষকদের পাশাপাশি ‘নীল দল’ খ্যাত আওয়ামীপন্থী শিক্ষকদের উল্লেখযোগ্য অংশকে স্থান দেওয়া হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে এই সিদ্ধান্তের विरोधিতা করেন।
মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “সাধারণ শিক্ষার্থীদের অগোচরে, গোপনে আঁতাত করে নীল দলের শিক্ষকদের পুনর্বাসন করা হয়েছে।” তিনি এই কমিটিতে থাকা আওয়ামীপন্থী শিক্ষকদের অনতিবিলম্বে অপসারণের দাবি জানান।
আরেক শিক্ষার্থী আশিক খান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চালিয়েছে, নীল দলের শিক্ষকরা তাতে বৈধতা দিয়েছিলেন।” তিনি অভিযোগ করেন, সাদা দলের মদদে ‘ফ্যাসিস্ট’ শিক্ষকদের পুনর্বাসন করা হচ্ছে।
শিক্ষার্থীরা ঢাবি ক্লাবকে সব ধরনের ষড়যন্ত্র থেকে মুক্ত করে ‘ফ্যাসিবাদ মুক্ত’ ক্লাব হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৫-২৬ সালের জন্য ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কমিটিতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল থেকে ৭ জন এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল থেকে ৭ জন সদস্য রয়েছেন। সাদা দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান জানান, একাধিক বৈঠকের মাধ্যমে এই সমন্বয় করা হয়েছে এবং এটি ক্লাবের ঐতিহ্য।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর