
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়ের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির উপসচিব (সংস্থাপন) মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। অন্য সদস্যরা হলেন:
* সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়
* মহাপরিচালক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ
* অতিরিক্ত সচিব, নির্বাচন কমিশন সচিবালয়
* যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), নির্বাচন কমিশন সচিবালয়
* যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), নির্বাচন কমিশন সচিবালয়
* উপসচিব (নির্বাচন পরিচালনা-২), নির্বাচন কমিশন সচিবালয় (সদস্য সচিব)
এই কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।
কমিটির কার্যপরিধি:
ক) নির্বাচন কমিশনের সাথে মাঠ প্রশাসনে নিয়োজিত/দায়িত্বপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তাগণের নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও পরামর্শ প্রদান।
খ) মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
গ) মাঠ প্রশাসন থেকে নির্বাচন কমিশনে তথ্য প্রেরণের জন্য একটি নির্ভরযোগ্য ও সময়োপযোগী রিপোর্টিং পদ্ধতি প্রবর্তন ও মনিটরিং।
ঘ) নির্বাচনী সময়ে উদ্ভূত যেকোনো সংকট নিরসনে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে পরামর্শ ও সহযোগিতা প্রদান।
ঙ) আচরণ বিধি প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্বয় ও পরামর্শ প্রদান।
চ) প্রাসঙ্গিক অন্যান্য বিষয়াদি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর