
প্রয়োজনীয় আইটি সহায়তা এবং অনলাইন নিবন্ধনের মাধ্যমে প্রবাসীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার অষ্টম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট হবে। এর জন্য আইটি সাপোর্ট থাকবে এবং ভোটারদের আগে থেকেই অনলাইনে নিবন্ধন করতে হবে।
বিভিন্ন প্রস্তাবিত পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ব্যালট প্রিন্ট করা, ব্ল্যাংক ব্যালটে প্রার্থীর নাম লিখে পাঠানো অথবা মার্কাযুক্ত ব্যালট ছাপিয়ে দুই মাস আগে পাঠানোর প্রস্তাব রয়েছে।
প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়া হবে এবং পরীক্ষামূলকভাবে এই প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনার আরও জানান, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) আর কোনো নির্বাচনে ব্যবহার করা হবে না। এ জন্য একটি পৃথক কমিটি গঠনের মাধ্যমে ইভিএমের বিষয়টি নিষ্পত্তি করা হবে।
তিনি জানান, পোস্টাল ব্যালটের জন্য ৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হবে। সরকারিভাবে ভোট নিতে হলে প্রায় ৭০০ টাকা ব্যয় হবে। এর মাধ্যমে একটি বড় অংশকে ভোটে আনা সম্ভব হবে। প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য তিন সপ্তাহব্যাপী প্রচারের ব্যবস্থা করা হবে এবং ভোটাররা অনলাইনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করবেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর