
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি এলাকার দুই জমজ ভাই আহমেদ খালিদ সুজা ও আহমেদ ওয়ালিদ রেজা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই সাফল্যে পরিবার, বিদ্যালয় এবং এলাকাবাসী আনন্দিত।
তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয় থেকে তারা এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের এই সাফল্যের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়। আহমেদ খালিদ সুজা ও আহমেদ ওয়ালিদ রেজার মা স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের অধ্যাপক।
তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক এবং বিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতির কারণে তারা ভালো ফল করেছে।
আহমেদ খালিদ সুজা জানায়, সে ভালো ফলাফলের জন্য নয়, বরং জানার আগ্রহ নিয়ে পড়াশোনা করেছে। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা প্রকাশ করে সে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার রিংকু হিউবার্ট কস্তা বলেন, তারা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ছিল। এমন ফলাফলে শিক্ষক ও অভিভাবকেরা সবাই খুশি। এই ফলাফল তাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর