
চলতি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আটটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ উজ জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আটটি প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। এই প্রতিষ্ঠানগুলো হলো: বড়ভিটা পি.পি. আলিম মাদ্রাসা, মুসা মডেল দাখিল মাদ্রাসা, কিশোরগঞ্জ কেসবা ফাযিল মাদ্রাসা, রণচণ্ডী বসুনিয়াপাড়া বালিকা দাখিল মাদ্রাসা, নিতাই ডাঙ্গাপাড়া মাহাবুবিয়া দাখিল মাদ্রাসা, মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসা ও ভেড়ভেড়ী কামাল উদ্দিন দাখিল মাদ্রাসা।
উপজেলায় মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের আওতায় মোট ৫৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ৪৮৮ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে পাশের হার ৯১.৯২ শতাংশ।
অন্যদিকে, উপজেলার চারটি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৬৬২ জন পাস করেছে এবং ১৫৭ জন জিপিএ-৫ অর্জন করেছে। এসএসসিতে পাশের হার ৭০.৪৮ শতাংশ।
এছাড়াও, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সাতটি প্রতিষ্ঠানের ৩৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, যাদের মধ্যে ৩০৭ জন পাস করেছে। এই বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। ভোকেশনালে পাশের হার ৮২.৫২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসরাফ উজ জামান সরকার জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং আটটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর