
এসএসসি পরীক্ষায় ফল খারাপ করায় গাইবান্ধার তিন উপজেলায় তিন কিশোরী ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর বিকেলে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার বুড়িখামার গ্রামের তাসলিমা আক্তার দিশা অন্যতম। তিনি এনএইচ মডার্ন স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিলেন। ফল জানার পর স্বামীর বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
একই দিনে পলাশবাড়ী উপজেলার নুরপুর গ্রামের লাবন্য খাতুন নামের এক শিক্ষার্থীও পরীক্ষায় ফেল করার পর নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এদিকে, সাদুল্লাপুর উপজেলার রুম্পা আক্তার নামের আরেক ছাত্রী ফল খারাপ করায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
স্থানীয় ইউপি সদস্যরা এই ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। একদিনে তিন শিক্ষার্থীর আত্মহননের ঘটনায় মানসিক স্বাস্থ্য, পরীক্ষার চাপ এবং পারিবারিক সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সহনশীলতা তৈরিতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর