
নাটোরের বাগাতিপাড়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মিশকাতুল মঞ্জুর অর্থি এবং ফারহানা সরকার যৌথভাবে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে। তারা উভয়েই ১৩০০ নম্বরের মধ্যে ১২৪৮ পেয়েছে।
মিশকাতুলের এই অর্জনে তার পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় সাংবাদিক মহলে আনন্দের বন্যা বইছে। তার বাবা মঞ্জুরুল আলম মাসুম দৈনিক যু গা ন্ত রের বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি এবং তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। মা নাজনীন সুলতানা তমালতলা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা।
এর আগে মিশকাতুল ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে ৫৯০ পেয়ে উপজেলায় প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়াও তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে উপজেলা মেধা যাচাইয়ে সেরা হয়ে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন থেকে বৃত্তি লাভ করে সে।
বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেয় মিশকাতুল।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন খান মিশকাতুলের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “অর্থি আমাদের গর্ব। তার এই অর্জনে তার অধ্যবসায়, পরিবারের সহায়তা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”
মিশকাতুল জানায়, সে ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় এবং সকলের কাছে দোয়া প্রার্থী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর