
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনীতির বিস্তার বন্ধ না হলে দেশের ভবিষ্যৎ হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, সাংবাদিক ও স্টেইট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসাইন আনসারী।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বাঁধন স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিএইচডি ডিগ্রি অর্জন করায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
ড. ইমরান আনসারী বলেন, গত ১৭ বছর ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতির অনুপ্রবেশ শিক্ষার মান ধ্বংস করেছে। এর ফলে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতি ও পারিবারিক বিরোধ বেড়েছে। মাদক সমস্যারও মূল কারণ রাজনীতির অপসংস্কৃতি।
তিনি আরও বলেন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করা না গেলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া। ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ পিজিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন, কুমিল্লা জজকোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আ হ ম তাইফুর রহমান এবং ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁধন সংগঠনের প্রতিষ্ঠাতা কায়েদ আহমেদ চৌধুরী ও সদস্য বিল্লাল হোসেন এবং আব্দুর ওহাব। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও বাঁধন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর