ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ (তারিখ) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা হয়।
বিক্ষোভকারীরা বলেন, "আমরা একটি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ চাই। যুবদল কর্তৃক এই হত্যাকাণ্ড সেই স্বপ্নকে ধূলিস্যাৎ করার অপচেষ্টা। কুমিল্লা ও ভোলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
তারা আরও বলেন, "রক্তে রঞ্জিত স্বাধীনতার উপর দাঁড়িয়ে একের পর এক হত্যা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সাথে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে উলঙ্গ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে যুবদল নেতা মঈনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সর্বশেষ খবর