
ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
আজ (তারিখ) শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরা হয়।
বিক্ষোভকারীরা বলেন, "আমরা একটি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ চাই। যুবদল কর্তৃক এই হত্যাকাণ্ড সেই স্বপ্নকে ধূলিস্যাৎ করার অপচেষ্টা। কুমিল্লা ও ভোলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
তারা আরও বলেন, "রক্তে রঞ্জিত স্বাধীনতার উপর দাঁড়িয়ে একের পর এক হত্যা ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং যারা এর সাথে যুক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
উল্লেখ্য, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে উলঙ্গ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে যুবদল নেতা মঈনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর