
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ভাতিজার ছুরিকাঘাতে জিয়ারুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আছমা বেগম (৩৫) ও ছেলে ইসমাইল হোসেন (১৭) গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা (মাঝবাড়ি) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম আলীর ছেলে সাইফুল ইসলাম (২২) রাতের আঁধারে চাচা জিয়ারুল ইসলামের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জিয়ারুলের মৃত্যু হয়। জিয়ারুলকে বাঁচাতে এগিয়ে গেলে সাইফুল তার স্ত্রী ও ছেলেকেও ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে ইব্রাহিম আলী তার মা নছিরন বেওয়াকে গালিগালাজ করেন। এ নিয়ে জিয়ারুল প্রতিবাদ করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে ইব্রাহিমের ছেলে সাইফুল ধারালো ছুরি নিয়ে হামলা চালায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাইফুল ইসলাম পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ খবর