
কক্সবাজারের রামুতে নিখোঁজের তিন দিন পর বিবিশন বড়ুয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তোলাতলী নাপিতের চর এলাকার একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা।
নিহত বিবিশন বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শাহজাহান মনির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিবিশন বড়ুয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁকে একজন সদালাপী, পরিশ্রমী ও সামাজিক মানুষ হিসেবে জানতেন।
সর্বশেষ খবর