
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মাওলানা জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমীর অধ্যাপক খায়রুল আনাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ডিমলা উপজেলা আমীর মাওলানা অধ্যাপক মুজিবুর রহমান।
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও সৈয়দপুর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এবং কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম রতন, উপজেলা নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, জামায়াতের উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির আহমেদ প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইমামগণ সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও জামায়াতের উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর