
কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-কচ্ছপিয়ায় ত্রাসের রাজত্ব সৃষ্টিকারী কুখ্যাত ডাকাত শাহীনুর রহমান শাহীনের অন্যতম সহযোগী ও স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকেলে র্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়ার থোয়াংগেরকাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে শাহীনুরের অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করত। শাহীনুর গ্রেপ্তার হওয়ার পর মাদক ব্যবসা, মিয়ানমারের সীমান্ত দিয়ে চোরাচালান, নিত্যপণ্য পাচার, জমি দখল, ডাকাতি ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে জাহাঙ্গীর। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সে বারবার পার পেয়ে যেত।
স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। তার আশ্রয়দাতা হিসেবে একটি শক্তিশালী রাজনৈতিক মহল ও প্রশাসনের কিছু অংশের নীরব সমর্থন ছিল। সাধারণ মানুষ অভিযোগ করেও ফল পেত না, বরং হুমকির শিকার হতো।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, জেল থেকে ছাড়া পাওয়ার পর জাহাঙ্গীর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে এলাকায় সশস্ত্র মহড়া দেয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে।
র্যাবের এক কর্মকর্তা জানান, গোপন তদন্তের মাধ্যমে জাহাঙ্গীরের অপরাধ চক্রের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। তার বিরুদ্ধে আগের একাধিক মামলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহীনুর ও জাহাঙ্গীরের গ্রেপ্তারের খবরে গর্জনিয়া ও আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর