
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় বিপ্লবী জনতা।
১২ জুলাই, শনিবার বিকেল ৬টায় সিংড়া বাসস্ট্যান্ড মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের মাদ্রাসা মোড়, কোর্টমাঠ, থানামোড় হয়ে বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন, একপর্যায়ে শিক্ষার্থীরাও যোগ দেন।
সিংড়া উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, সিংড়া জামায়াতে ইসলামীর আমীর আ.ব.ম আমানুল্লাহ, সেক্রেটারি এনতাস, জামায়াতে ইসলামীর পৌর আমীর সাদরুল উলা, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী এসএম জার্জিস কাদির বাবু, জেলা ইসলামি আন্দোলনের সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ্, মুফতি রুহুল আমিন, উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইন্জিনিয়ার মামুন, নাটোর জেলা এনসিপির যুগ্ম-আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উদয় মিজান, নাহিদুল, হুজাইফা রাকিব প্রমুখ।
বক্তারা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিক্ষোভকারীরা 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'আমার সোনার বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই', 'সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না' ইত্যাদি স্লোগান দেন।
এনসিপির নাটোরের প্রধান সমন্বয়কারী জার্জিস কাদির বাবু বলেন, মিটফোর্ডে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
জামায়াতে ইসলামীর নাটোর-৩ সিংড়া আসনের মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান বলেন, গত ৯ জুলাই ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনা আইয়ামে জাহিলিয়াত যুগের মতো। তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান নতুন বাংলাদেশে হবে না।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর