
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ক্যাম্পাসে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় বাঁধন প্লাস পরিবহনের একটি বাসে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী অনিমেষ দেব নাথ রোববার সকালে বেগমগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে অনিমেষ উল্লেখ করেন, তিনি ও তাঁর দুই সহপাঠী চট্টগ্রামের একে খান এলাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে বাসে ওঠেন। পথিমধ্যে কয়েকজন যাত্রীসহ দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা অনিমেষের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং লাঠি, কিল, ঘুষিতে তাঁদের মারধর করে। এতে তাঁর মাথা, কানের পাশ ও ডান বাহুতে গুরুতর আঘাত লাগে। হামলায় অপর দুই শিক্ষার্থীও আহত হন।
অনিমেষের অভিযোগ, হামলার সময় তাঁর পকেট থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এদিকে, ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আজ বিকেলে বেগমগঞ্জ চৌরাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র নিন্দা জানাচ্ছে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, পুলিশ অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর