
ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে একাধিক বিষয়ে ফেল করায় বিপাকে পড়েছেন। ২০২৪ সালে গণিতে ফেল করার পর ২০২৫ সালে পুনরায় সেই বিষয়ে পরীক্ষা দিয়ে গণিতসহ আরও দুটি বিষয়ে তাদের ফল খারাপ এসেছে।
ভুক্তভোগী নাজমুল ইসলাম জানায়, সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গণিত বিষয়ে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ফলাফলে গণিতের সঙ্গে কৃষি ও ট্রেড-২ বিষয়েও তাকে ফেল দেখানো হয়েছে। একই প্রতিষ্ঠানের টুটুল নামের আরেক শিক্ষার্থী জানায়, গণিত পরীক্ষা দিয়ে সে গণিত ও কৃষি—এই দুই বিষয়ে ফেল করেছে।
এ বিষয়ে অভিভাবক রহিদুল ইসলাম জানান, পলিটেকনিক অফিসে গিয়েও তিনি কোনো সুরাহা পাননি। তাকে পরবর্তীতে যোগাযোগ করতে বলা হয়েছে।
যোগাযোগ করা হলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে অন্য শিক্ষকরা জানান, তারা বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
জেলা প্রশাসক ইশরাত ফারাজানা জানান, বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে এবং তিনি এর সমাধান করবেন। তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করতে বলেছেন।
সর্বশেষ খবর