
রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগমকে হয়রানি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে বাইনতলা দাখিল মাদ্রাসায় বাইনতলা ইউনিয়নবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মনিরা বেগম অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সদস্য থাকাকালীন তৎকালীন চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন এবং বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে বিগত স্বৈরাচারী সরকারের আমলে চারটি মিথ্যা মামলা দায়ের করেন। তিনি বলেন, আব্দুল্লাহ ফকিরের অনুসারী ইউনিয়ন পরিষদ সচিব শরিফুল ইসলাম পলাশ পরিষদে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এবং তাকে পরিষদ পরিচালনায় বাধা দিচ্ছেন। সচিব পরিষদের হিসাব প্রদান করেন না এবং আব্দুল্লাহ ফকিরের নির্দেশে কাজ করছেন বলে তিনি অভিযোগ করেন। তিনি সচিব শরিফুল ইসলাম পলাশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মনিরা বেগম আরও জানান, পরিষদের সকল সদস্য তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছেন এবং উচ্চ আদালতও তাকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে মনিরা বেগমের স্বামী শেখ মোঃ জিল্লুর রহমান জানান, তাদের পরিবার বিএনপি'র রাজনীতির সাথে জড়িত থাকার কারণে বিগত স্বৈরাচারী সরকারের আমলে তার স্ত্রী ও তাকে মিথ্যা মামলায় জড়ানো হয় এবং তাদের তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। তিনি আরও বলেন, তার স্ত্রী আদালতের মাধ্যমে চেয়ারম্যানের দায়িত্ব পেলেও একটি মহল তাকে হয়রানি করছে এবং পরিষদের সচিব কোনো হিসাব দেন না। তিনি স্ত্রীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রশাসনের সহযোগিতা চান।
স্থানীয়রা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম একজন সৎ ও যোগ্য নেত্রী এবং দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর সেবা করে আসছেন। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি বন্ধের দাবি জানান এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর