
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামের এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ৪২ ও ৪৩ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আহত হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাড়াপাতা বাড়ি গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসেনের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই হোসেনের পা উড়ে যায়।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সীমান্তের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জানান, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত এক মাসে অন্তত ৯ জন পা হারিয়েছেন। এতে সীমান্ত জনপদে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জনপ্রতিনিধি জানান, জীবন হাতে নিয়ে তাদের মাঠে যেতে হয় এবং বাঁশ-লাকড়ি সংগ্রহ করতে হয়।
স্থানীয়দের দাবি, সীমান্তে নিয়মিত টহল ও সচেতনতা কার্যক্রম বাড়ানো গেলে এই ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর