
ফেনীতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টেকসই বাঁধ নির্মাণের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
আজ সোমবার সকালে বন্যা উপদ্রুত ফুলগাজী উপজেলার শ্রীপুর নাপিতপাড়ায় ভাঙন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
মঞ্জু বলেন, “দূর থেকে যা শোনা যায় বাস্তব অবস্থা তার চেয়ে অনেক খারাপ।” দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে এলাকায় পরিদর্শনে আসায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বাঁধ নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
ফেনীর সন্তান মঞ্জু আরও বলেন, “আমরা ত্রাণ চাই না, আগামীতে যেন আর কৃত্রিম বন্যা না হয় সেই ব্যবস্থা নিন।” একইসাথে গবাদি পশু, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণ করে অবিলম্বে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান তিনি।
স্থানীয় জনগণের সাথে কথা বলার আগে এবি পার্টির চেয়ারম্যানকে তারা জানান, বাঁধ নির্মাণে অনিয়মের কারণে প্রতিবছর তাদের সহায় সম্পদ হারাতে হচ্ছে। ভারত অসময়ে পানি ছেড়ে দেওয়ায় এই এলাকার মানুষ বরাবর ক্ষতির মুখে পড়েন। মজিবুর রহমান মঞ্জু তাদের দুর্দশার কথা সরকারের উপদেষ্টাদের কাছে তুলে ধরবেন বলে জানান।
পরিদর্শনকালে এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম, সদস্য কাজী জাহাঙ্গীর আলম লিটন, সোনাগাজী উপজেলা সদস্য সচিব ওয়াশিউর রহমান খসরু, মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ, সদস্য সাইদুল হক মিলন, এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর