
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সম্প্রতি বিভিন্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন এবং তিন হাজার টাকার চেক দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, জয়মরিহাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, ভূরুঙ্গামারী সদর ইউপি সদস্য আঃ লতিফ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের প্রচার সম্পাদক রবিউল আলম লিটন প্রমুখ।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন অনুদান পেয়ে উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া ঢেউটিন ও অর্থ পর্যায়ক্রমে উপজেলার ১০টি ইউনিয়নের ১১৯টি অগ্নিকাণ্ড, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর