
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তারেক রহমানকে নিয়ে আর কোনো কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হলে তা বরদাশত করা হবে না।
সোমবার (১৪ জুলাই) বিকেলে পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে জেলা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে আজাদ বলেন, পুলিশ বলছে এটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে। অথচ বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগান দেওয়া হচ্ছে। তিনি জামাত ও এনসিপির উদ্দেশ্যে বলেন, পঞ্চগড়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির কোনো নেতাকর্মী ঘরে বসে থাকবে না। বিগত আন্দোলনে-সংগ্রামে বিএনপির নেতৃত্বে ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা রাজপথ উত্তপ্ত করেছিল।
আজাদ অন্তর্বর্তী সরকারের কাছে ত্রয়োদশ নির্বাচনের তারিখ রমজানের আগে ঘোষণার দাবি জানান। দাবি মানা না হলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, যারা বাংলাদেশকে বিরাজনীতিকরণ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাই নির্বাচন পেছাতে চায়।
মিডফোর্ডের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বলছে সোহাগ ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হয়েছেন, এখানে চাঁদাবাজির কোনো সংশ্লিষ্টতা নেই।
পৌর ছাত্রদলের সদস্য সচিব নুর ইসলাম ডাবলুর সঞ্চালনায় এবং জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেকের সভাপতিত্বে সমাবেশে বিএনপি'র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারি রুবেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বক্তব্য দেন।
এর আগে, সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট এবং ‘মব সৃষ্টি’র অপচেষ্টার প্রতিবাদে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা, থানা এবং পৌর শাখা ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর