
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শাপলা চত্বর মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী গোপন তৎপরতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তারা ওই গোষ্ঠীকে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলমসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা সমাবেশে বক্তব্য রাখেন।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর