
পারিবারিক বিরোধের জেরে বান্দরবানের লামায় বড় ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হাতে আব্দুর রহমান (২৩) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বচাম্বী আমতলী মুসলিম পাড়ায় শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান আমতলী মুসলিম পাড়ার মৃত মজু মিয়ার ছেলে। তিনি চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। এই ঘটনায় স্থানীয়রা নিহতের বড় ভাই আব্দুর শুক্কুরের স্ত্রী মিনুয়ারা বেগম, শাশুড়ি ছলিমা বেগম এবং তিন শ্যালক মো. রিয়াদ, মো. সোহেল ও মো. জামালকে আটক করেছে। তারা সকলেই পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা ও স্থানীয় মেম্বার ছৈয়দুর রহমান জানান, আব্দুর শুক্কুরের সাথে তার স্ত্রী মিনুয়ারা বেগমের পারিবারিক ঝামেলা ছিল। ঘটনার সময় পারিবারিক বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ হওয়ার কথা ছিল। আমতলী মুসলিম পাড়ার শফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পাশে আজিজ মেম্বারের দোকানের সামনে বৈঠক বসার কথা ছিল। সেখানে দুই পক্ষ জড়ো হয়। বৈঠক শুরু হওয়ার আগে বড় ভাই আব্দুর শুক্কুরের তিন শ্যালকের সাথে ছোট ভাই আব্দুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা তিনজন মিলে আব্দুর রহমানকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর