
পাবলিক আইপি জটিলতায় জাপানে প্রবাসী ভোটার হালনাগাদ কার্যক্রম আটকে গেলেও যুক্তরাষ্ট্রসহ নতুন করে আরও পাঁচটি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের কাজ শুরুর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্মতি পাওয়া গেছে। সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজ শুরু হয়েছে। এর জন্য সরঞ্জাম প্রস্তুত, জনবল নির্বাচন ও প্রশিক্ষণ এবং যন্ত্রপাতির ইন্টিগ্রেশনসহ বেশ কিছু প্রস্তুতি প্রয়োজন।
হুমায়ুন কবীর জানান, আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিবন্ধনের অনুমতি পাওয়া গেলেও এখন ওয়াশিংটন ডিসি, নিউইয়র্কসহ অন্যান্য স্থানেও কার্যক্রম চালুর সম্মতি পাওয়া গেছে। নিউইয়র্কে অনেক বাংলাদেশীর বসবাস থাকায় এটি একটি ভালো খবর।
জাপানে ১৫ জুলাই থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও পাবলিক আইপি পেতে দেরি হওয়ায় তা শুরু করা যায়নি। তবে আশা করা হচ্ছে, দ্রুতই এই সমস্যা সমাধান হবে এবং চলতি মাসের মধ্যেই সেখানে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
মহাপরিচালক আরও জানান, মধ্যপ্রাচ্যের ওমান, আফ্রিকার দক্ষিণ আফ্রিকা, জর্ডান, আমেরিকা ও মালদ্বীপে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। এই দেশগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী বসবাস করেন।
বর্তমানে বিশ্বের ৯টি দেশে ৪৮ হাজার ৮০ জন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন, যার মধ্যে ১৭ হাজার ৩৬৭ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর