
গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রিফাত (২১) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার আজমতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এই আদালত পরিচালনা করেন। রিফাত আজমতপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ আজমতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রিফাতকে মাদকসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী রিফাতকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড দেন।
কালীগঞ্জ থানার এ.এস.আই জামিল আহমেদ প্রসিকিউটর এবং মোঃ আলামিন ভূইয়া বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রার/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর