
মিরপুর ডিওএইচএসে নাফিসা হোসেন, রিফাত তাবাসসুম ও তানভীর হোসেনের উদ্যোগে যাত্রা শুরু করেছে 'অউল ফ্যাক্টরি স্টুডিও'। এই স্টুডিও শিশুদের সৃজনশীল এবং সম্পূর্ণ শিক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করছে।
এখানে প্রথাগত ক্লাসের বাইরে হস্তশিল্প, চিত্রাঙ্কন, পুনর্ব্যবহার, মাইন্ডফুলনেস এবং বৃক্ষরোপণের মতো কার্যক্রম রয়েছে। এর মাধ্যমে শিশুরা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবে।
প্রাথমিকভাবে আট মাস ধরে ১৫ জন শিশুকে নিয়ে একটি পাইলট প্রোগ্রাম চালানো হয়। এখন পূর্ণাঙ্গভাবে ক্লাস শুরু হয়েছে এবং প্রতি সপ্তাহে নতুন শিক্ষার্থী যুক্ত হচ্ছে।
সৃজনশীল কর্মশালার পাশাপাশি আবৃত্তি, মঞ্চে উপস্থাপনা ও বক্তৃতা শেখানো হয়। সম্প্রতি শিশুদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানও হয়েছে। খুব শীঘ্রই গান ও সঙ্গীতের ক্লাস চালু করা হবে।
প্রতিষ্ঠাতারা জানান, অউল ফ্যাক্টরি স্টুডিওকে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েই সৃজনশীলতা চর্চা করতে পারবে। এটি সবার জন্য উন্মুক্ত একটি সৃজনশীল স্থান হবে।
সাপ্তাহিক ভিত্তিতে মিরপুর ডিওএইচএসে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আপডেট ও রেজিস্ট্রেশনের জন্য অউল ফ্যাক্টরি স্টুডিওর সামাজিক মাধ্যমগুলোতে নজর রাখতে বলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর