
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মা ও দুই সন্তানকে হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে (৩২) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ভালুকা থানা থেকে তাদের জানানো হয়, নজরুল ইসলাম দুই সন্তান ও তাদের মাকে হত্যার পর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। এরপর পুলিশ স্টেশনটি ঘিরে ফেলে এবং নজরুল ইসলামের ছবি দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে। পরে তাকে ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা ও দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে।
এর আগে সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভালুকা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পনাশাইল রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে ময়না আক্তার (২৫), তার মেয়ে রাইসা (৭) ও ছেলে নিরবের (২) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ময়না আক্তার নেত্রকোনার কেন্দুয়া থানার জেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ আরও জানায়, ভালুকায় সপরিবারে ভাড়া বাসায় থেকে রফিকুল ইসলাম একটি স্পিনিং কারখানায় চাকরি করেন। তাদের সঙ্গে থাকতেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। ঘটনার দিন সকালে রফিকুল কর্মস্থল থেকে বাসায় গিয়ে দেখেন, গেটের দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে তালা ভেঙে ভেতরে গিয়ে তিনি স্ত্রী ও দুই সন্তানকে গলা কাটা অবস্থায় দেখতে পান।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর