
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার, আওয়ামী ফ্যাসিস্ট আমলে শিক্ষার্থীদের উপর নির্যাতন-নিপীড়নকারীদের শাস্তি নিশ্চিতকরণ, জুলাই কর্ণার স্থাপন, একাডেমিক শিক্ষার মান উন্নয়ন ও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু সহ মোট ৯ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন জুলাই বিপ্লব মঞ্চ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর দুইটায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল মজিদ বরাবর এ স্মারকলিপি প্রদান করেন জুলাই বিপ্লব মঞ্চের সদস্যরা। এ স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে জুলাই বিপ্লব মঞ্চ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের উপর যেসব ব্যক্তি বা গোষ্ঠী নির্যাতন চালিয়েছে ও যে সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা জুলাই আন্দোলনে ছাত্রলীগের নির্যাতনের পক্ষে উস্কানি ও ইন্ধন জুগিয়েছিল ও অতীতে শিক্ষার্থীদের উপর সংঘটিত সকল নিপীড়নের বিষয়ে বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, জুলাইয়ে নিহত ও আহত শিক্ষার্থীদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্থায়ী "জুলাই কর্ণার" স্থাপন করতে হবে, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, ক্যাম্পাসের অভ্যন্তরীন রাস্তা স্থায়ী মেরামতকরণ করতে হবে, একাডেমিক উন্নয়ন ও ইমপ্রুভমেন্ট ব্যবস্থা চালু ও ২০২২-২৩ সেশনের রিটেক সংক্রান্ত সমস্যার দ্রুত শিক্ষার্থীবান্ধব সমাধান করতে হবে, সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ও হটলাইন চালু, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গঠনে ২৪ ঘণ্টা মেডিকেল সেবা চালু করতে হবে, হল ও ক্যাফেটেরিয়ার খাবারের মান নিশ্চিত করতে শিক্ষক ও শিক্ষার্থী সমন্বয়ে "ফুড সার্চ টিম" গঠন করতে হবে, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের নিচতলায় ক্যাফেটেরিরা দ্রুত চালু করতে হবে, বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ে যেসব অনিয়ম-দুর্নীতিপূর্ণ নিয়োগ বা অবৈধ প্রমোশন হয়েছে সেগুলো তদন্ত করে বাতিল করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ও ছাত্র সংসদ প্রতিষ্ঠা ও প্রশাসনিক স্বচ্ছতায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ দ্রুততম সময়ের মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর