
কক্সবাজারের চকরিয়ায় এক পুলিশ সদস্যের বাসায় ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরিরও অভিযোগ করা হয়েছে।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতপরিচয় এক যুবক রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তার হাতে টর্চলাইট ও ধারালো দা ছিল। অস্ত্রের মুখে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এরপর তাকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ঘরে থাকা ভুক্তভোগীর দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে। তাদের কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে খবর পেয়ে রাতেই বাসায় ফেরেন ওই পুলিশ সদস্য।
পরদিন সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি, ভয়ভীতি ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
কক্সবাজারে সম্প্রতি একের পর এক অপরাধের ঘটনা ঘটছে। পর্যটননির্ভর এই জেলায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবার, অস্ত্র চোরাচালান এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা এতটাই বেপরোয়া যে, পুলিশের পরিবারের সদস্যরাও আজ নিরাপদ নয়।
ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা দ্রুত ধর্ষকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর