
বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিরিন সুলতানা (৪৫) নামের এক শিক্ষিকা মারা গেছেন। তিনি ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের স্ত্রী। ১৬ জুলাই দুপুর ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, শিরিন সুলতানা কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন বরগুনা সদর উপজেলার, ৪ জন বেতাগী উপজেলার এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলা থেকে ৭১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১৯৩ জন রোগী চিকিৎসাধীন, যাদের মধ্যে ১৩৮ জন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে। তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর